বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের নিরপেক্ষতার ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে প্রকাশ্যে, গোপনে নির্বাচনের প্রস্তুতি নেয়া উপদেষ্টাদের অব্যাহতি এবং প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে । বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন কমিশন ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিতের জন্য দৃঢ় ভূমিকা পালন করতে হবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোষগাঁও ইউনিয়নের  ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।
ঘোষগাঁও বাজারে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন দল নিরপেক্ষ দক্ষ সরকার ও প্রশাসন নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত । বিগত দিনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিতর্কীত ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ন হয়েছে  , এমনকি আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য নিজ নির্বাচনী এলাকায় সরকার ও প্রশাসনকে ব্যবহার করে উন্নয়ণের কাজ করে নির্বাচনী মাঠকে প্রভাবিত করার চেষ্টা করছে ।এছাড়াও প্রশাসনে এখনও আওয়ামী সমর্থক , এমনকি গণ অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে আওয়ামী লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করা ব্যক্তিরও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছে । এদের ক্ষমতায় রেখে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না  , বরং এই আশঙ্কাও রয়েছে এদের মধ্য থেকে নির্বাচন বানচাল করতে পরে। তিনি বলেন , নির্বাচন কাজে দল বা রাজনৈতিক প্রভাবিত কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে নিয়োগ দেয়া যাবে না । তিনি বলেন , নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করতে বর্ণচোরা কিছু দল ও ব্যক্তিকে মাঠে নামানো হয়েছে । তারা জনসমর্থন না পেয়ে পাগলের প্রলাপ বকতে শুরু করেছে । জনগণ অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন চায় । নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জন সমস্যার সমাধান সম্ভব নয়  । নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টাও জনগন রুখে দেবে । সব প্রতিকূলতা রুখে দিয়ে ইনশাআল্লাহ আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে ।
 তিনি জনসাধারণের প্রতি অসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানিয়ে বলেন , প্রতিদানে বিএনপি নতুন রাস্ট্র ব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবন ধারনের সুযোগ সৃষ্টি করবে , বেকারত্বকে নির্বাসনে পাঠিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবে । প্রান্তিক কৃষকের জন্য “ফার্মার্স কার্ড” , প্রতি  পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে “ ফ্যামিলি কার্ড” , শিক্ষিত বেকারদের জন্য “বেকার ভাতা” , সরকার গঠনের ১৮ মাসের মধ্যে “ এক কোটি নতুন কর্মসংস্থান “, সকলের জন্য চিকিৎসা , বিনা চিকিৎসায় মৃত্যু নয় “ সহ জনকল্যাণে বিএনপির  ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব । তিনি নেতা কর্মীদের সকলকে ধানের শীষের পক্ষে সকলকে ঘরে ঘরে , জনে জনে প্রচারণার আহবান জানিয়ে বলেন বেগম খালেদা জিয়া , তারেক রহমানের সালাম দিয়ে দেশ ও জন কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও জনগণকে অবহিত করতে হবে ।
ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন , আবদুল কুদ্দুস , মাহবুবুল আলম বাবুল , ওয়ার্ড বিএনপি নেতা আজিনুল ইসলাম ,আবুল কাশেম , জিল্লুর রহমান ,আবদল্লাহ্ব আল কাফি , শফিকুল ইসলাম , ফিরুজ মিয়া , আজিজুল হক, সাইফুল ইসলাম , উসমান আলী বক্তব্য রাখেন ।